অবস্থান: নিকলী উপজেলার আলিয়া পাড়া গ্রামে নরসুন্দা নদীর তীরে মনোরম ও প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। বর্ষাকালে হাওরের উত্তাল তরঙ্গমালা সর্পিল গতিতে আছড়ে পড়ে, শুষ্ক মৌসুমে বিদ্যালয় মাঠ থেকে যেদিকে তাকানো যায় শুধু সাদা প্যাজা দিগন্তের শেষ প্রান্ত দেখা যায়।
প্রতিষ্ঠা: ১৯৯৩ সনে প্রতিষ্ঠিত এবং ১/১/৯৪ইং তারিখে শ্রেণী কাজ শুরু।
প্রতিষ্ঠাতা: জনাব গোলাম হোসেন এক একর জমিসহ অবকাঠামো নির্মাণে নীতিমালা অনুসারে দান করেছেন।
এলাকাবাসী: এলাকাবাসীর সার্বিক আর্থিক সহযোগিতায় বিদ্যালয়ের অবকোঠামো এবং এক একর মাঠ ভরাটে লাখ লাখ টাকার মাটি কাটার কাজ হয়েছে।
জমি: এক একর নয় শতাংশ অখন্ড ও বিদ্যালয় সংলগ্ন।
